পাহাড় ধস এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে এমপি লতিফ

পাহাড় ধস এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে এমপি লতিফ

অতি বৃষ্টিতে রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়িসহ দেশের পাহাড়ী অঞ্চল এবং ঘর্ণিঝড়  ও সামুদ্রিক জ্বলোচ্ছাসে বিপর্যস্ত ক্ষতিগ্রস্থ হাজার হাজার মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-১১ আসনের এমপি লতিফ।  তিনি দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ঈদবস্ত্র প্রদান করেন।

টেকনাফের হারাং খালি, জিমন খালি, ঠ্যাং খালি, ওয়াইধর, নীলা, বালু খালি, মরিচ্যা, পালং খালি, মীরাবাজার এলাকায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে তাবু, পরিধেয় বস্ত্র, চাল, ডাল, বিশুদ্ধ পানির বোতল বিতরণ করেন।  ত্রাণ সামগ্রী গ্রহণ করতে আগত অসহায় লোকজন এম. এ. লতিফ এমপি’র এ ধরণের উদ্যোগকে স্বাগতঃ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁর জন্য দোয়া করেন।  ত্রাণ বিতরণকালে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ছাড়াও এম. এ. লতিফ এমপি’র সাথে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ’র উপদেষ্টা শেখ মাহমুদ ইসহাক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইমাম হোসেন, ৪০ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজ সেবক মোঃ জসিম চৌধুরী ও ২৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ নেতা নুর উদ্দিন মারুফ প্রমূখ।

শেয়ার করুন