এ বছরই তত্ত্বাবধায়ক সরকার আসবে : আলতাফ হোসেন চেীধুরী

বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চেীধুরী
 সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চেীধুরী বলেছেন, নিরপেক্ষ নির্বাচন দিতে সরকার ব্যর্থ হয়েছে বিধায় আমরা তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছি। তত্ত্বাবধায়ক সরকার আসতেছে, এ বছরই তত্ত্বাবধায়ক সরকার আসবে, এ বছরই এ সরকার বিদায় নেবে।

তারপর লেভেল প্লেয়িং ফিল্ডে সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। এখন সরকারের প্রবলেম হলো তারা বাঘের পিঠে উঠেছে। চলতেও পারছে না, নামতেও পারছে না।

দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগরের সদর রোডের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনামূলক লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে, সমাজব্যবস্থায়, রাজনীতিতে ডিফেন্স একটি বড় পার্ট প্লে করে। বাংলাদেশের ডিফেন্স যেদিকে কাত হয়, দেশ সেদিকে কাত হয়। বাংলাদেশের ডিফেন্স এখন বিএনপির দিকে কাত হয়েছে।

এ সময় তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের উদ্দেশে বলেন, ওনারা (আওয়ামী লীগের নেতারা) কি বলছে এটি বড় কথা না, ওনারা পালানোর রাস্তা খুঁজতেছে।

এরআগে কর্মসূচির উদ্বোধনকালে কেন্দ্রীয় বিএনপির এ নেতা বলেন, সরকার সব ক্ষেত্রে অনিয়ম আর দুর্নীতি করায় একটি ব্যর্থ সরকারে পরিণত হয়েছে যার কারণে ডেঙ্গু প্রতিরোধেও সরকার ব্যর্থ হয়েছে। এ সরকার যত দ্রুত যায়, ততই দেশের জন্য মঙ্গল।

এ সরকারের বিরুদ্ধে সব আন্দোলন সংগ্রামে দলীয় নেতা কর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, আলহাজ্ব এবায়েদুল হক চাঁন নেতাকর্মীরা।

লিফলেট বিতরণ শুরুর আগে মহানগর বিএনপির আয়োজনে সদররোডস্থ দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা। সেখানে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাতে আনুষ্ঠানিকভাবে নগরবাসীর মাঝে বিতরণের জন্য ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনামূলক লিফলেট তুলে দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চেীধুরী।

শেয়ার করুন