সীতাকুণ্ড উপজেলা পরিষদের উদ্যোগে নবাগত ইউএনও-এসি ল্যান্ডকে বরণ ;
সবার সহযোগিতা পেলে সীতাকুণ্ডকে এগিয়ে নেব- ইউএনও

নবাগত ইউএনও কে.এম রফিকুল ইসলাম ও নবাগত এসি ল্যান্ড মোঃ আলাউদ্দিনকে সম্মাননা স্মারক প্রদানের মধ্য দিয়ে বরন করে নিচ্ছেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আল মামুন।

সীতাকুণ্ড উপজেলা পরিষদের উদ্যোগে নবাগত ইউএনও কে.এম রফিকুল ইসলাম ও নবাগত এসি ল্যান্ড মোঃ আলাউদ্দিনের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস.এম আল মামুন। ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামীর সঞ্চালনায় এতে সংবর্ধিত অতিথি ছিলেন ইউএনও কে.এম রফিকুল ইসলাম ও নবাগত এসি ল্যান্ড মোঃ আলাউদ্দিন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন ছাবেরী, পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মানিক লাল বড়ুয়া, শিক্ষা অফিসারইউপি চেয়ারম্যান রেজাউল করিম বাহার, ছাদাকাত উল্লাহ মিয়াজী, মোর্শেদুল আলম চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্যসহ সরকারি অফিসারবৃন্দ, কর্মকর্তা-কর্মচারি, সকল ইউনিয়ন পরিষদের মেম্বার, ইউপি সচিবসহ নানান শ্রেণি পেশার মানুষ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ইউএনও কে.এম রফিকুল ইসলাম ও এসি ল্যান্ড মোঃ আলাউদ্দিন অভিন্ন বক্তব্য রেখে বলেন, কর্তৃপক্ষ আমাদেরকে সীতাকুণ্ডের উন্নয়ন করার জন্যই দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। আমরা সবার সহযোগিতা চাই। এখানকার সাংবাদিক, জনপ্রতিনিধিসহ সকল শ্রেণির মানুষের সহযোগিতা পেলে আমরা অবশ্যই এই এলাকার উন্নয়ন কাজ এগিয়ে নিয়ে যাবো। অনুষ্ঠানে সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস.এম আল মামুন বলেন, আগামী নির্বাচন আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে। আমরা নবাগত ইউএনও ও এসি ল্যান্ডের কাছে সেই প্রত্যাশা করছি।

শেয়ার করুন