চট্টগ্রামের সীতাকুণ্ডেরর সোনাইছড়িতে ক্ষমতাসীন দলের প্রভাব বিস্তার করে এক ব্যবসায়ীর জায়গা জবর দখল করে প্রতিবাদ করায় উল্টো হত্যার হুমকি দিয়েছে দখলকারীরা। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের বৈঠকে দখল করা জায়গা ফিরিয়ে দেবেন জানিয়ে আসলেও পরে তাও মানছেন না। এ ঘটনায় ভুক্তভোগি সীতাকু- থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছেন। এদিকে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আ’লীগ নেতা জাফর ইকবাল। তিনি দাবী করেন এসব অভিযোগ হয়রানিমূলক।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শীতলপুরে স্থানীয় ব্যবসায়ী এসএম নুর নবী গত চার মাস আগে ২৩ শতাংশ জমি ক্রয় করেন। কিন্তু জমিটি ক্রয়ের পর স্থানীয় ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল ও তার ভাই জায়গাটি ঘিরে রাখেন। বিষয়টি ইউপির মাধ্যমে মীমাংসার চেষ্টা করেন মালিকের প্রশাসনিক কর্মকর্তা মোঃ রাজু কামাল। ইউনিয়ন পরিষদের বৈঠকে দখলকারী দুই ভাই জায়গাটি ছেড়ে দেবে বলে জানিয়ে ফিরে এলেও পরে তারা দখল না ছেড়ে উল্টো খালি থাকা অবশিষ্ট জায়গাও দখল করেন। এতে বাধ্য হয়ে রাজু কামাল বাধা দিতে গেলে উল্টো তারা হত্যার হুমকি দেয়।
এ বিষয়ে ভুক্তভোগি বাদী হয়ে গতকাল সীতাকুণ্ড থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগ করে বলেন, আ’লীগ নেতা হওয়ায় তারা আইন-কানুনের তোয়াক্কা করেন না। প্রভাব বিস্তার করেন এলাকায়। আমার প্রতিষ্ঠানের মালিকের জায়গাটি দখল করতে আসলে বাধা দিতে চাইলে আমাকে হত্যার হুমকি দেয় এবং চরম দুর্ব্যবহার করেন। আমি ইউপিতে অভিযোগ দিলে বৈঠকে তারা জায়গা ছাড়বেন জানিয়ে গিয়েও পরে উল্টে যায়। এসব কারণে আমি থানায় অভিযোগ দায়ের করেছি। রাজু কামাল আরো বলেন, এই জাফর ইকবালের বিরুদ্ধে ইতিপূর্বেও চাঁদাবাজির মামলা আছে। ২০২২ সালে চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ঐ মামলাটি দায়ের করেন সীতাকুণ্ডের দক্ষিণ শীতলপুর গ্রামের মোঃ ইফতেখারুল আলম চৌধুরী।
এদিকে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ওয়ার্ড আ’লীগ নেতা মোঃ জাফর ইকবাল। তিনি দাবী করেন, তিনি কারো জায়গা দখল করেননি। জায়গাটি তাদের। এস.এম নুর নবী যে জায়গাটি কিনেছেন সেটির চৌহর্দ্দী দিয়েছেন তাদের নিজস্ব জায়গায়। তাই তারা আপত্তি জানিয়েছেন। এছাড়া অন্য একজন তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন সে অভিযোগও মিথ্যা ছিলো বলে দাবী করেন তিনি। তবে ইউপির বৈঠকের সিদ্ধান্ত না মানার কোন সদুত্তর তিনি দেননি।
সোনাইছড়ির ইউপি চেয়ারম্যান মুনীর আহমেদ বলেন, স্থানীয় শিল্পপতি এস.এম নুর নবী জায়গাটি কেনার পর থেকে জাফর ইকবাল ও তার ভাই জাফর ছাদেক সেটি দখল করতে চেষ্টা করছে বলে অভিযোগ। এ নিয়ে বৈঠক হলে তারা জায়গা ছেড়ে দেবেন বলে জানিয়ে গেলেও ছাড়েনি। তারা সবসময় ক্ষমতা দেখাতে চান বলে জানান তিনি।
অভিযোগের সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, তারা আগেও জায়গাটি দখল করতে হামলা করেছিলো। খবর পেয়ে আমি ফোর্স পাঠিয়ে দখল বন্ধ করেছি। এখনো দখলের চেষ্টা করছে বলে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। দখলের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।