সীতাকুণ্ডে জাতীয় স্থানীয় সরকার দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে উন্নয়ন মেলা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম।

সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে- উদ্ভাবনে স্থানীয় সরকার প্রতিপাদ্যে সীতাকুণ্ড উপজেলা পরিষদের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে উন্নয়ন মেলা উদ্বোধন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ সেপ্টেম্বর (রবিবার) উপজেলা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম।

জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে উন্নয়ন মেলা উদ্বোধন উপলক্ষে র্যালি।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সীতাকুণ্ড পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, সীতাকুণ্ড উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন ছাবেরী, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর উদ্দিন রাশেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হাবীব উল্যাহ,প্রাণি সম্পদ কর্মকর্তা, ডাঃ তাহমিনা আরজু, বীর মুক্তিযোদ্ধা মনিরুর ইসলাম, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন, উপজেলা প্রকৌশলী মনির হায়দার,

সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মনির আহমেদ, কুমিরা ইউপি চেয়ারম্যান মোঃ মোর্শেদ চৌধুরী, সীতাকুণ্ড পৌরসভা কাউন্সিলর শফিউল আলম মুরাদ, কাউন্সিলর বদিউল আলম জসিম, প্যানেল মেয়র হানাধন বাবু।

শেয়ার করুন