জাতীয় পার্টি হাটহাজারী পৌরসভা আহবায়ক কমিটি ঘোষণা

আহবায়ক জাহাঙ্গীর আলম চৌধুরী, সদস্য সচিব শফিউল আলম

  কে এম ইউসুফ : হাটহাজারী পৌরসভা জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়েছে। এতে জাতীয় পার্টির প্রবীণ নেতা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী আহবায়ক এবং প্রাক্তন ছাত্রনেতা মোহাম্মদ শফিউল আলম সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।

পল্লীবন্ধু খ্যাত মরহুম প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিষ্ঠিত এই রাজনৈতিক দলের সিনিয়র কো-চেয়ারম্যান হলেন, হাটহাজারী হতে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও বর্তমানে সংসদে বিরোধী দলীয় সাংসদ ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। তাঁর নির্বাচনী এলাকা হওয়া সত্ত্বেও উল্লেখযোগ্য রাজনৈতিক কার্যক্রম নেই হাটহাজারীতে দীর্ঘদিন ধরেই। তবে মাসখানেক পূর্বে বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলমগীরকে আহবায়ক এবং প্রাক্তন ও প্রাজ্ঞ ছাত্রনেতা সালাহ উদ্দীন খোরশেদ চৌধুরীকে সদস্য সচিব ঘোষণা করে হাটহাজারী উপজেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করলে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয় নেতা-কর্মী এবং সমর্থকদের মাঝে। ঘটা করে একটি শোডাউনও তারা করেন হাটহাজারী সদরে, যেখানে ইউনিয়নসমূহ থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে যোগদান করেছিলো। আসন্ন নির্বাচনকে সামনে রেখে শীঘ্রই ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের ঘোষণা দেয় আলমগীর-খোরশেদ কমিটি। এরই অংশ হিসেবেই হয়তো হাটহাজারী পৌরসভা জাতীয় পার্টির এই কমিটি ঘোষণা’ এমনটাই ধারণা হাটহাজারীর রাজনৈতিক সচেতন মহলের।

আহবায়ক, সদস্য সচিবসহ ২৫ সদস্যের এই হাটহাজারী পৌরসভা কমিটিতে ১১জন যুগ্ন আহবায়ক, সম্মানিত সদস্য ৩জন এবং ৯জন সদস্য রয়েছেন। সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য আগামী তিন মাস সময় বেঁধে দিয়েছে জাহাঙ্গীর-শফি কমিটিকে চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় পার্টি।

শেয়ার করুন