
দরদী মায়ের আশিষ
– মোহাম্মদ শেখ সজীবুল ইসলাম
তুমি কী সেই আদি দিনের কথাগুলো ভুলে গিয়েছ,
মায়ের পেটে থাকা অবস্থায় মাকে যে কত কষ্ট দিয়েছ ?
তুমি যখন কষ্ট পেয়ে কান্না করতে, যে মা এসে তোমাকে দিত শান্তনা,
তোমার মন কী তার প্রতি একটি বার কাঁদেনা।
তুমি যখন মায়ের প্রতি রেগে দুরে কোথাও চলে যেতে,
তখন মায়ের মন ছটপট করে ইচ্ছে হয়না তার খাওয়া দাওয়া করতে।
মা তো কখনো চায়নি হোক তোমার মন্দ,
মা শুধু তোমার সুখে হয়ে থাকে অন্ধ,
আজ তুমি হয়েছ টাকা পয়সায় অনেক বড়.
তাই বলি ভাই এবার না হয় মা বাবার সেবা কর।
বুঝিতেছিনা আমি ?
মা কেন এত দামী
সর্তক করে দিই, এই কথা যেন নাহি আসে মুখে,
মায়ের আশিষ না থাকিলে সারা জীবন কাটাতে হবে দুঃখে।
একটি কথা বলি শুন,
মায়ের সাথে উঁচু গলায় কথা বলা ভালো নয়,
যে সন্তানের কাছে মায়ের আশিষ থাকে সেইতো প্রকৃত মানুষ হয়।