
নয়ন ভরা জল
– শেখ সজীবুল ইসলাম
আর কতটা দিন দেখতে হবে দুঃখী মানুষের নয়ন ভরা জল,
কখন হবে এই দেশে ধনী -গরিব ঐক্য দল।
মানুষতো মানুষ হয় তবুও এত ভেদাভেদ কেন ?
রক্তে ও বংশে অমিল হতে পারে মানুষের মাঝে অমিল কেন ?
কখন আসবে এগিয়ে একে অন্যের প্রতি,
কখন জ্বলবে দুঃখী মানুষের আঁধার ঘরে বাতি!
কখন হবে এই দেশের মানুষ অন্যের দুঃখে – দুঃখী ?
দরিদ্রদের কষ্ট দিয়ে কেমনে হয় তারা সুখি ?
কেমনে মানুষ এতো কঠোর নিষ্টুরতা হয় ?
সৃষ্টার প্রতি তাদের নেই কী কোনো ভয়।