
আলোর পথে
– শেখ সজীবুল ইসলাম
বন্য পাখি খাঁচায় থেকোনা
নীল গগণে উড়াল দাও এবার,
মুক্ত মনে, স্বনয়নে
স্বদেশ দেখ শতবার।
কেন তুমি বন্দি থাক
কে বলেছে তোমায়,
ইচ্ছা মত উড়াল দাও
ভীতুর মত আটকে আছ কেন খাঁচায়।
অন্ধ খাঁচায় বন্দি না থেকে
বের হও আলোর পথে
তোমার জন্যেই তো স্বদেশ সেজে
রঙিন হবে ভবিষ্যতে।