কবি ও গল্পকার – মোহাম্মদ শেখ সজীবুল ইসলাম।

কবি ও গল্পকার – মোহাম্মদ শেখ সজীবুল ইসলাম।

মুক্ত পাখি

– শেখ সজীবুল ইসলাম

আমার খুব ইচ্ছে হয়

নীল গগণ ছুঁতে,

পাখির মত ডানা মেলে

আকাশ পুরে ঘুরতে।

আমার খুব ইচ্ছে হয়

মুক্ত পাখির মত ডানা মেলতে,

পাখির মত উড়াল দিয়ে

সারা বিশ্ব দেখতে।

আমার খুব ইচ্ছ হয়

উড়াল দিই আকাশ ফুঁড়ে

মুক্তমনে, স্বনয়নে

দেখতে সারা বিশ্ব জুড়ে।

শেয়ার করুন