
ভিউ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের পাঠ্যপুস্তক উৎসব বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে বাঁধভাঙা আনন্দে মেতে ওঠে। শিক্ষার্থীদের সাথে আসা অভিভাবকগণের মাঝেও উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। তাঁদের সন্তানরা বছরের শুরুতে বিনামূল্যে পাঠ্যবই হাতে পাওয়াতে প্রধানমন্ত্রীর প্রতি তাঁরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়া বিদ্যালয়ের পক্ষ থেকে কেক কেটে ইংরেজি নববর্ষ ২০২৪ উদযাপন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকগণের মধ্যে উপস্থিত ছিলেন নাসিমা আক্তার, জিন্নাতুন নাহার জেনী, লীপা আক্তার, আকলিমা আক্তার, আনার কলি, সানজিনা আমিন, নাসরিন আক্তার সাথী, ফজিলা আক্তার মুন্নি প্রমুখ।