সুতরাং দিল্লির পুতুল খেলার নির্বাচনে এমপি হয়ে নাচা-নাচি বন্ধ করুন।
তিনি সদ্য ঘোষিত এমপিদের শপথ গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচন বাতিল করতে হবে। আরেকটি নতুন নির্বাচন দিতে হবে। জনগণ এ পাতানো ‘ডামি’ নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। কারণ এ নির্বাচন ছিল জনগণ ও গণতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল।
রাশেদ প্রধান বলেন, এ নির্বাচন বিশ্বের কাছে বাংলাদেশকে কলঙ্কিত করেছে। বাংলাদেশের ওপর বিদেশি রাষ্ট্রগুলো আস্থা সংকটে পড়েছে। এ নির্বাচনের কারণে অর্থনৈতিকভাবে বাংলাদেশ পঙ্গু হয়ে যাবে। তাই এবার আওয়ামী লীগ সরকারকে পুনরায় শপথ নেওয়ার আগেই বিদায় করতে হবে। দেশবাসী প্রস্তুত থাকুন।
সোমবার (৮ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় গণতান্ত্রিক পার্টি -জাগপা আয়োজিত ‘ জাতীয় প্রেসক্লাব, পল্টন এলাকায় প্রহসনের নির্বাচন বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে কালো পতাকা মৌন মিছিল শেষে বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় আরো বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, ঢাকা মহানগর জাগপার সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, জাগপা নেতা মনোয়ার হোসেন, সাজু মিয়া, দিদার হোসেন, মিজান উদ্দিন, মো. রাজু মিয়া, যুব জাগপার আনোয়ার হোসেন, বিপুল সরকার ও আসাদুজ্জামান নূর।