
আজ ১১ঃ৩০-১২ঃ০০ ঘটিকা পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে, “টংকাবতীরকূল সর্বজনীন মহোৎসব উদযাপন পরিষদ (আমিরাবাদ, লোহাগাড়া, চট্টগ্রাম)” এর উদ্যোগে শুভ উত্তারায়ণ সংক্রান্তিতে সর্বজনীন মহতী ধর্মসভা ও ষোড়শ প্রহরব্যাপী মহানামাযজ্ঞের সুবর্ণজয়ন্তী উদযাপন-২০২৪ উপলক্ষে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, স্বপন কুমার দাস, সভাপতি, টংকাবতীরকূল সর্বজনীন মহোৎসব উদযাপন পরিষদ (আমিরাবাদ, লোহাগাড়া, চট্টগ্রাম)।
এছাড়াও পলাশ কান্তি নাথ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি, কেন্দ্রীয়, অশোক কুমার দাস, সহ-সভাপতি, টংকাবতীরকূল সর্বজনীন মহোৎসব উদযাপন কমিটি, মৃনাল কান্তি দাস, উপদেষ্টা, টংকাবতীরকূল সর্বজনীন মহোৎসব উদযাপন কমিটি, অ্যাডভোকেট সুজন দাস, আইন সম্পাদক, টংকাবতীরকূল সর্বজনীন মহোৎসব উদযাপন কমিটি সহ প্রমুখ উপস্থিত ছিলেন। টংকাবতীরকূল সর্বজনীন মহোৎসব উদযাপন পরিষদ (আমিরাবাদ, লোহাগাড়া, চট্টগ্রাম)” এর পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শুভ উত্তারায়ণ সংক্রান্তিতে সর্বজনীন মহতী ধর্মসভা ও ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞের সুবর্ণজয়ন্তী উদযাপন-২০২৪ উপলক্ষে আগামী ১২-১৬ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত পাঁচদিন ব্যাপী সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠান চলমান থাকবে বলে জানান।
উল্লেখ্য যে, উক্ত অনুষ্ঠানে বিনামূলের চিকিৎসা ক্যাম্পেইনিং, হিন্দু ধর্ম সম্পর্কিত বিস্তারিত আলোচনা ও ধর্মীয় সংগীত উৎসব হবে বলে জানা। উক্ত অনুষ্ঠানে জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, জেলা প্রশাসক, চট্টগ্রাম, মোহাম্মদ ইনামুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার, লোহাগাড়া চট্টগ্রাম, জনাব আলহাজ্ব সুফি মিজানুর রহমান, চেয়ারম্যান, পি.এইচ.পি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ সহপ্রমূখ উপস্থিত থাকবেন বলে জানান। উক্ত অনুষ্ঠান উদযাপনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতা কামনা করেন।