ক্ষতিগ্রস্ত পরিবারের সংবাদ সম্মেলন

চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহামান হলে সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষে বক্তব্য রাখছেন মোঃ জাবেদ হোসেন প্রকাশ সাদ্দাম                 – আব্দুল হান্নান

মোঃ জাবেদ হোসেন প্রকাশ সাদ্দাম নগরীর চান্দগাঁও থানার মধ্যম মোহরা দিঘীর পাড় এলাকার মাওলানা নুর আহম্মদ আল কাদেরীর পুরাতন বাড়িতে স্থায়ীভাবে বসবাস করেন। সাদ্দাম পেশায় একজন বাস হেলপার।

তার পুর্ব পুরুষের দেওয়া ৫ গন্ডা জায়গায় তৈরি কাচাঁ ঘরে পরিবারের বয়স্ক মা, স্ত্রী, দু’সন্তান ও এক ভাইসহ মোট ৬ সদস্য নিয়ে বসবাস করেন। তার পার্শবর্তী প্রতিবেশির সাথে ৫ গন্ডা জায়গার মধ্যে ৩০০ বর্গফুটের সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে তাদের মধ্যে হামলা, ভাংচুর ও মামলা হয়।

মোঃ জাবেদ হোসেন প্রকাশ সাদ্দাম আজ ৭ ফেব্রুয়ারি দুপুর ১২ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে তার পরিবারের সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা জানান। তিনি তার পৈত্তিক ভিটায় নির্ভয়ে বসবাস যেন করতে পারেন তার পরিবারেকে নিয়ে তাতে আসামীদের আইনের আওতায় এনে এর সঠিক বিচার পেতে প্রশাসনের নিকট আকুল আবেদন জানান।

শেয়ার করুন