সাংবাদিক জাহিদুল হকের মৃত্যুতে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রাম’র শোক

সাংবাদিক জাহিদুল হক

 বিজ্ঞাপন সংস্থা “অ্যাড ব্যাংকে”র স্বত্বাধিকারী এস এম জাহেদুল হক (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় নগরীর পার্কভিউ হাসপাতালে ইন্তেকাল করেন তিনি “কিডনি রোগী কল্যাণ সংস্থা” প্রতিষ্টিত সভাপতি ছিলেন।

এস এম জাহেদুল হক দীর্ঘ দিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে বহু আত্মীয়-স্বজন সহকর্মী রেখে যান। আজ শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রামের মোমিন রোডস্থ কদম মোবারক মসজিদ চত্বরে নামাজে জানাজা শেষে সাতকানিয়ার কাঞ্চনায় বাদ আছর দ্বিতীয় জানাজা শেষে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।

এক শোক বার্তায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মিয়া আলতাফ সংগঠনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন