লিফলেট বিতরণ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারের

লিফলেট বিতরণ করছেন গোলাম আকবর খোন্দকার – আব্দুল হান্নান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার শনিবার (১৭ ফেব্রুয়ারি) কাজীর দেউড়ীর দলীয় কার্যালয় থেকে শুরু করে নগরির বিভিন্ন জায়গাতে দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাস ও জ্বালানি সংকটের প্রতিবাদ এবং গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন। এতে উপস্থিত ছিলেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। 

লিফলেট বিতরণের সময় গোলাম আকবর খোন্দকার বলেন, ‘কক্সবাজারের টেকনাফ ও বান্দরবানের ঘুমধুম সীমান্তের ওপারে মুহুর্মুহু গুলি হচ্ছে। বাংলাদেশ সীমান্তে মর্টারের শেল এসে পড়ছে। ইতোমধ্যে দুজন মারা গেছেন। বাংলাদেশের কৃষকরা সীমান্তে কাজ করতে পারছেন না। তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। আর বাংলাদেশ সরকার হাত গুটিয়ে বসে আছে। তারা নীরব। প্রতিবাদ করার সাহস পায় না। জনসমর্থনহীন সরকার সীমান্ত নিরাপত্তা হুমকির মুখে ফেলে দিয়েছে। অথচ শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার শাসনামলে বাংলাদেশের সীমান্ত এলাকা ছিল সুরক্ষিত এবং জনগণ ছিল নিরাপদ।’

 

শেয়ার করুন