অটো টেম্পুর রোড পারমিট বাতিল ও ফিটনেস প্রদানে গড়িমসির প্রতিবাদে মানববন্ধন

অটো টেম্পুর রোড পারমিট বাতিল ও ফিটনেস প্রদানে গড়িমসির প্রতিবাদে চট্টগ্রাম বি.আর.টি.এ কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন                  – আব্দুল হান্নান

 আর টি সি সভায় অটো টেম্পুর রোড পারমিট বাতিলের সুপারিশ ও বি.আর.টি.এ কর্তৃক ফিটনেস প্রদানে গড়িমসি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করেছে চট্টমেট্রো অটো-টেম্পু মালিক-চালক কল্যাণ সমিতি।

আজ দুপুরে চট্টগ্রাম বি.আর.টি.এ কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নেয় প্রায় ৯শত অটো-টেম্পুর মালিক, চালক ও শ্রমিক বৃন্দ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন ,এক শ্রেণীর দালাল ও সরকার বিরোধী চক্র উদ্দেশ্য প্রনোদীত ভাবে বৈধ গাড়ির রোড পারমিট বন্ধ করতে চায়। আমাদের প্রতিটি গাড়ির ডকুমেন্ট অনুযায়ী আরো ১০ বছর রোডে চলাচল করার বৈধ কাগজ রয়েছে। এই সময় বক্তারা আগামী ৭দিনের মধ্যে বাতিলকৃত ৯০০টি গাড়ির ফিটনেস, রোড পারমিট নবায়ন করার অনুরোধ জানিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী প্রদান করেন।

মানববন্ধনে চট্টমেট্রো অটো-টেম্পু মালিক-চালক কল্যাণ সমিতির সভাপতি মোঃ শামীমুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম রনি, অর্থ সম্পাদক মোঃ ফারুক, মোঃ হাসানসহ ভুক্তভোগী হাজারো মালিক ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন

শেয়ার করুন