প্রতিবাদ সমাবেশে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নেতৃবৃন্দ
নায়ক শাকিব খান জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে

চিত্রনায়ক ফারুককে নিয়ে নায়ক শাকিব খানের কটুক্তির প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখছেন মহানগর সভাপতি আমিনুল হক বাবু। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম : বীর মুক্তিযোদ্ধা, চিত্রনায়ক ফারুককে নিয়ে নায়ক শাকিব খানের কটুক্তির জন্য জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগর শাখার নেতারা।

বৃহস্পতিবার (২৯ জুন) সন্ধ্যায় জোটের মহানগর সভাপতি আমিনুল হক বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় এ আহবান জানানো হয়।

জোটের নেতারা বলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি চিত্রনায়ক ফারুক বাংলা চলচ্চিত্রের ভিত তৈরি করেছেন, ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অভিনয়-জীবন উৎসর্গ করেছেন, দীর্ঘদিন এ শিল্পে নেতৃত্ব দিয়েছেন। শিল্পী সমিতি প্রতিষ্ঠা করেছেন। তিনি হুট করে আসেননি। তিনি চলচ্চিত্রের দু:সময়ের কান্ডারী।

চলচ্চিত্র শিল্পে চিত্রনায়ক ফারুকের অবদান অনস্বীকার্য উল্লেখ করে জোটের নেতারা বলেন, চলচিত্র শিল্পী সমিতি যৌথ প্রযোজনার ছবি নিয়ে যে আন্দোলন করছে তাতে চিত্র নায়ক ফারুখ স্বাধীন অবস্থান নিতেই পারনে। এ সব বিষয়ে মতবিরোধ থাকতে পারে। কিন্তু শাকিব খান কিংবদন্তি তুল্য একজন চিত্রনায়ককে নিয়ে যে বক্তব্য রেখেছেন তা মেনে নেওয়া যায় না, অবশ্যই জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

জোটের যুগ্ম সম্পাদক মো. দিদার হোসেনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মাসুদ পারভেজ, মিজানুর রহমান মিজান, যুগ্ম সম্পাদক সাজ্জাদ মাহমুদ রাসেল, সাংগঠনিক সম্পাদক জনি ইকবাল, মানবাধিকার সংগঠক শাকিল মাহমুদ, মিনহাজ উদ্দিন, আরিফুর রহমান, জনি চৌধুরী, সাখাওয়াত হোসেন রাকিব, মাইনুল হায়দার প্রমুখ।

শেয়ার করুন