

ক্রীড়া সংগঠক আবাহনী প্রেমি,মুজিব আদর্শের সৈনিক, হাবিউল্লাহ লিটন ২য় বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের ক্রীড়া উপকমিটির সদস্য নির্বাচিত হওয়ায় আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামাল স্মৃতি সংসদ চট্টগ্রামের পক্ষ থেকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে তাকে সংবর্ধিত করা হয়।
ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলভীন সাইফ,আরমান হোসেন সাহিল, জোবায়ের আইয়ুব, মাজহার মিশন, রাদিউল তানজীব, হোসাইন,রুমান সহ প্রমুখ।















