গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, দেশ একটা ভয়াবহ বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। বাজারে গেলে দ্রব্যমূল্যের দাম শুনে মানুষের মন ছোট হয়ে যায়, কান্না চলে আসে। সরকারের অব্যবস্থাপনা, সরকার সমর্থক নেতাকর্মী, আমলাদের লুটপাট ও টাকা পাচারের কারণে দেশে ডলার সংকট ও জিনিসপত্রের দাম বাড়ছে।
আজ সোমবার (৮ এপ্রিল) বিকেলে গণঅধিকার পরিষদের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ‘বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ’ কর্তৃক আয়োজিত রিকশাচালকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
নুরুল হক নুর বলেন, ‘স্বাধীনতার ইশতেহারে কৃষক-শ্রমিকের রাজনীতি ও বৈষম্যহীন সমাজ গঠনে সমাজতান্ত্রিক অর্থনীতির কথা বলা হলেও আজকে রাজনীতিতে শ্রমিকদের কোথাও স্থান নেই।
তিনি আরো বলেন, ‘পুলিশের সাবেক আইজিপি বেনজির সাহেব চাকরি জীবনে বেতন পেয়েছেন পৌনে ২ কোটি টাকা, পত্র-পত্রিকায় প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে তার সম্পদের পরিমাণ ৩২০০ কোটি টাকা। বেনজিরের মতো প্রশাসনের কিছু দুর্বৃত্তরা সরকারকে ক্ষমতায় থাকতে বিরোধী দলসমূহের নেতাকর্মীদের ওপর জুলুম করছে, বেশিরভাগ সরকারি কর্মকর্তাই গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের পক্ষে।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, ‘সরকার ১০ টাকা কেজি চাল ও ঘরে ঘরে চাকরির কথা বলে প্রতারণা করেছে। আজকে শ্রমিকসমাজ দুর্বিষহ জীবনযাপন করছে।
শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সুহেল রানা সম্পদের সঞ্চালনায় আরো বক্তব্য দেন- যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি তারিকুল ইসলাম। এ সময় দলের ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিল।