
৩৪ তম জাতীয় মার্শাল আর্ট কারাতে প্রতিযোগিতা ২০২৪ গত ৭-৯ মে ২ দিন ব্যাপী ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় (সিনিয়র -68 -কুমিতে বাউটে) ব্রোঞ্জ পদক লাভ করেছেন জান্নাতুল ফারহা উৎস।
উৎস, নারায়ণগঞ্জ জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের একজন নিয়মিত জাতীয় কারাতে খেলোয়াড়। এছাড়াও তিনি ক্যামব্রিয়ান কলেজের (নারায়ণগঞ্জ ক্যাম্পাস) ছাত্রী।
উক্ত প্রতিযোগিতায় ৬০০+ কারাতেকা এবং ৩৪ টি জেলা ও সার্ভিসেস দল অংশগ্রহণ করে।
উল্লেখ্য যে জান্নাতুল ফারহা উৎস জাতীয় কারাতে প্রতিযোগিতা সহ অসংখ্য কারাতে প্রতিযোগিতায় বিভিন্ন পদকে ভূষিত হন।