
নগরের বৌদ্ধ বিহার এলাকাবাসীর পক্ষ থেকে বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাবিদ, গবেষক, আন্তর্জাতিক খ্যাতিমান ব্যক্তিত্ব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু একুশে পদক অর্জনে গতকাল ১ জুন বিকেলে চট্রগ্রামের প্রেস ক্লাবে এক জনাকীর্ণ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপচার্য সহ অধ্যাপকরা।
অনুষ্ঠানে সংবর্ধিত প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু বলেন, দেশের নাগরিকদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করে বাংলাদেশকে বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল তৈরির সৈনিক ও স্মার্ট নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার আহবান জানান।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন