গাজীপুরে ট্রাকচাপায় ওয়ালটন কারখানার শ্রমিকের মৃত্যু

মহাসড়ক পার হবার সময় গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকচাপায় নাসির উদ্দিন (৩৫) নামে ওয়ালটন কারখানার এক সিনিয়র অপারেটরের মৃত্যু হয়েছে।  পুলিশ ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে।

সোমবার (৩ জুলাই) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওয়ালটন কারখানার সমানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসির উদ্দিন টাঙ্গাইলের গোপালপুর থানার বালুবাড়ি এলাকার আজমত আলীর ছেলে।  তিনি ওয়ালটন কারখানার আরএনডি অ্যালুমিনিয়াম সেকশনের সিনিয়র অপারেটর ছিলেন।

নাসির উদ্দিনের স্ত্রীর বড় ভাই কাজী রফিকুল ইসলাম জানান, নাসির উদ্দিন কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ভাড়া বাসায় থেকে ওয়ালটন কারখানায় চাকুরি করতেন।  তিনি রবিবার রাতের সিফটের ডিউটি করেন।  ডিউটিশেষে সোমবার সকালে বাসায় ফেরার পথে কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় কামলিয়াকৈরগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়।

সালনা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন সরকার জানান, সকাল পৌণে ৬ টার দিকে কারখানার সামনে ট্রাক চাপায় নাসির উদ্দিন ঘটনাস্থলেই মারা যান।

ট্রাকসহ চালক আব্দুল মজিদকে (২৮) আটক করা হয়েছে।  আটক আবদুল মজিদ নাটোর সদরের চরতেলবাড়ি এলাকার মোকসেদ আলীর ছেলে।