
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তাস্তর অনুষ্ঠান সীতাকুণ্ডে সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা পরিষদ চেয়ারম্যান আরিফুল আলম চৌধুরী (রাজু), পৌরসভার মেয়র আলহাজ্ব বদিউল আলম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন, ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার, সহকারী কমিশনার ভূমি মোঃ আলাউদ্দিন,সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ কামাল উদ্দিনপিপিএম, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী।
চট্টগ্রাম জেলায় পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপে আরো ২৫০ ভূমিহীন-গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ ঘর দেওয়া হচ্ছে। এর মধ্যে সীতাকুণ্ডে ৪৫ টি, চন্দনাইশে ১৫৫ টি, মিরসরাইয়ে ৩৪ টি এবং ১৬টি সন্দ্বীপের বাসিন্দারা বরাদ্দ পেয়েছেন। এতে চার উপজেলাসহ পুরো চট্টগ্রাম জেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত করা হয়েছে।