উন্নত মানের ল্যাব ও মডেল ফার্মেসী চালু করবে সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্ট

সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্ট(SHET) এর সভা অনুষ্ঠিত।

অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা সীতাকুণ্ড সদরে রোগীদের জরুরি পরীক্ষা ও জরুরি ঔষধ নিশ্চিত করনের জন্য উন্নত মানের ল্যাব ও মডেল ফার্মেসী চালু করা জবে।
মহতিপূর্ণ এই উদ্যোগ গ্রহণ করেছে সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্ট(SHET)।

মঙ্গলবার (১৮জুন) বিকেল ৪টায় সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্ট(SHET)নির্বাহী কমিটির ২য় সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সেটের সম্মানিত চেয়ারম্যান মাস্টার আবুল কাশেমের সভাপতিত্বে লায়ন মো.গিয়াস উদ্দিন সাধারণ সম্পাদক সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্ট(SHET) এর সঞ্চালনায় চেয়ারম্যান মাস্টার আবুল কাশেমের নতুন বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আলোচনায় অংশগ্রহন করেন প্রফেসর ড.মো.ফসিউল আলম,এডিশনাল ডিআইজি মুহাম্মাদ মুসলিম,হাজী মো. ইউসুফ শাহ, খোরশেদ আলম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াবেটিক ও হরমন রোগ বিভাগের প্রধান ডা.শাহরিয়র আহমদ মিলন,মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম রেজাউল করিম বাহার,বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান
আবুল বশর ভূঁইয়া,সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের সভাপতি নাছির উদ্দিন মানিক,সীতাকুণ্ড পৌর সদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন,লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডের প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার কামরুদৌজা,বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মো.শাহজাহান,বরৈয়াঢালা নারায়না আশ্রমের কার্যকরী কমিটির সভাপতি ননী গোপাল দেবনাথ প্রমুখ।
সভায় সর্বসন্মতিক্রমে বিগত সভার কার্যবিবরণী ও বিগত মাসসমূহের আয়-ব্যয় হিসাব অনুমোদন করা হয়। শিঘ্রই উন্নত মানের ল্যাব ও মডেল ফার্মেসী চালুর অনুমোদন দেয়া হয় ।প্রতিমাসে অসহায়,অক্ষম ডায়াবেটিস রোগীদের জন্য ফ্রি ইনসুলিন ও ঔষধ খাতে এক লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয় ।

শেয়ার করুন