
বর্বরোচিত হামলার শিকার হয়ে সাংবাদিক সম্মেলন করে ইউপি সদস্য নীলু আকতার ২৩ জুন বেলা ৩ টায় চট্র্রগাম প্রেস ক্লাবের এস রহমান হলে।
লিখিত বক্তব্যে তিনি বলেন. সাংবাদিকবৃন্দ যারা আজ আমার সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমার মত ভুক্তভোগীরা আশ্রয় খুঁজে সমাজের কিছু বিবেকবান মানুষের কাছে, আর সেসব বিবেকবান মানুষ হলেন আপনারা,সাংবাদিক ভাইয়েরা। জনমত সৃষ্টিতে ও জনদুর্ভোগ নিরসনে অসহায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে সাংবাদিকরা কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন,সমাজে সত্যের বাস্তবায়ন ঘটান।দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা রয়েছে। ২। তারই ধারাবাহিকতায় আজ আমি আপনাদের সামনে ১। জাবেদুল ইসলাম ফারুক · মোরশেদুল আলম সবুজ ৩। মো: আলমগীর ৪। মোঃ লোকমান ৫। জাগির আহমদ নামের কতিপয় সন্ত্রাসীদের হাতে নানাবিধ অত্যাচার,বর্বরোচিত হামলার শিকার হয়ে এসকল ক্ষমতার অপব্যবহারপূর্বক ব্যক্তিদের অপপ্রচার ও উদেশ্যমূলক মানহানি ও হয়রানি থেকে রক্ষা পেতে ও আসামীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারপূর্বক বিচারের আওতায় আনার দাবী নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রিয় সাংবাদিকবৃন্দ আমি নিম্ন স্বাক্ষরকারী, নিলু আকতার এই সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে অভিযোগ তুলে ধরছি যে, উপরিল্লিখিত ব্যক্তিগণ এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও একটি সন্ত্রাসী চক্র,অন্যদিকে আমি পটিয়া থানাধীন জিরি ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য।কিন্তু অতীব দুঃখের বিষয় একজন জনপ্রতিনিধি এবং সর্বোপরি একজন নারী হওয়া সত্ত্বেও আমি এবং আমার পরিবার তাদের কাছে অসহায়। উপরিল্লিখিতদের অধিকাংশই আমার একই এলাকার বাসিন্দা, পার্শ্ববর্তী ঘর হওয়ায় ইয়াবা বিক্রি সহ তাদের নানা অনৈতিক কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে আমার নজরে আসিলে আমি ইতিপূর্বে আলমগীরকে একজন জনপ্রতিনিধি ও সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবে এসকল কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলি।
এতে আলমগীর, ফারুক সহ অন্যান্যরা ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে একের পর এক হয়রানি, হামলা ও ক্ষতিসাধন করে আসছে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আমার অবুঝ সন্তানকে পর্যন্ত ক্রোধান্বিত হয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে সে ও তার সহযোগীরা। সেসসময় থানা পুলিশ মামলা না নিলে আমি আদালতে মামলা করলে উপরিল্লিখিত সন্ত্রাসীরা একজোট হয়ে বিভিন্ন সময় মামলা নামিয়ে ফেলার জন্য ভয়ভীতি সহ আমাকে জানে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিলো,তারই ধারাবাহিকতায় গত ১৫/০৬/২০২৪ইং তারিখ, সকাল অনুমান ১১:০০ ঘটিকার সময় আমাকে হত্যার উদ্দ্যশ্যে পূর্বপরিকল্পিত ভাবে আলমগীর, ফারুক, সবুজ ও আরো বেশ কয়েকজন মিলে আমার উপর হামলা করে,সেসময় এলোপাতাড়ি মারধর করে আমার শরীরের বিভিন্ন স্থানে জখম করে তারা, যা একজন নারী হিসেবে আমি আপনাদের দেখাতে পারছিনা, একজন নারীকে কিভাবে পারলো তারা এতোজন মিলে বেধড়ক পেটাতে,আমার পরনের কাপড় টেনে হিচড়ে ছিড়ে ফেলে যা রীতিমত শ্লীলতাহানির সামিল। এসময় তারা বলে এক হাত নেই আরেক হাত ভেঙ্গে দে,খুব বেশি মেম্বারির শখ! এরকম গালমন্দ আর মারতে মারতে আমার কাছে থাকা মোবাইল সহ ভেনিটি ব্যাগে যা ছিলো সব ছিনিয়ে নেয় তারা,বাঁচার আকুতি নিয়ে আমি চিৎকার করতে থাকি, আমার চিৎকার শুনে আমাকে উদ্ধারের জন্য আমার বৃদ্ধ মাতা মনোয়ারা বেগম এগিয়ে আসলে, যার বয়স ৭০ এর কাছাকাছি সেই বৃদ্ধা মহিলাকেও তারা ছাড়ে নি,কিরিচের কোপ দিলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি, এরপরো আমাকে মারা বন্ধ হচ্ছিলো না, আমার ১৪ বছরের সন্তান সেসময় তার মা অর্থাৎ আমাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও মারধর করে তারা। এ কেমন বর্বরতা আমি প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে একজন ইউপি সদস্য হিসেবে নয় একজন নারী হিসেবে নয় একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে। এরা জিরি ইউনিয়নকে একটি মিনি ক্যান্টমেন্ট বানিয়ে রেখেছে, অসহায় পরিবার ও মানুষদের ওপর প্রতিনিয়ত চলে যাদের নির্যাতন নিপীড়ন,অতিষ্ঠ এলাকাবাসী। আমি একজন ইউপি সদস্য ও জনপ্রতিনিধি হওয়া সত্ত্বে তাদের কাছে অসহায়,থানায় এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এরপরেও তারা বীরের মতো এলাকায় ঘুরাফেরা করছে প্রশাসনকে দেখাচ্ছে বৃদ্ধাঙ্গুলি।তাদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার ক্ষেত্রে এখন পর্যন্ত পুলিশ প্রশাসনের দৃশ্যমান কোন তৎপরতার দেখা মেলেনি। মামলার পর থেকে তারা আমার বিরুদ্ধে সামাজিক মিথ্যা,বানোয়াট,আক্রমণাত্মক ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়াইতসে, শুধু তাই নয় ভাড়াটে লোক যোগাযোগ মাধ্যমে আনিয়া জড়ো করে আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা বক্তব্য দেয়াইয়া নামসর্বস্ব ভুইফোড় “DP NEWS” (নিউজ চ্যানেল) নামীয় আইডিতে নিউজের নামে অপপ্রচার করিতেসে,আমার মানহানি ও চরিত্র হননের চেষ্টায় লিপ্ত আসামীরা।
অন্যদিকে নীরব দর্শকের ভূমিকায় পুলিশের অবস্থানের কারণে মামলা হওয়ার পরও একের পর এক হুমকি দিয়ে দিয়ে যাচ্ছে আসামীরা, এখনও তাহারা পুনরায় হামলার পরিকল্পনা করছে এলাকায় স্বশস্ত্র মহড়া ও অবস্থান করিতেছে যাহাতে আমি ও আমার পরিবার ভীত সন্ত্রস্ত্র ও নিরাপত্তাহীনতায় ভুগিতেছি।জিম্মিদশায় আছি বলে মনে হচ্ছে।আমার প্রশ্ন একজন নারী,একজন ইউপি সদস্য একজন জনপ্রতিনিধি যেখানে এসব সন্ত্রাসীদের হাতে রক্ষা পাচ্ছে না সেখানে সাধারণ জনগণ তথা আমার জিরি ইউনিয়নের সাধারণ মানুষ কতটা অসহায় কতটা নিরাপদ?আপনাদের কাছেই প্রশ্ন রেখে গেলাম। আমি,আমার পরিবার আমার সাথে উপস্থিত বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের অন্যান্য সদস্যরা এবিষয়ে মাননীয় স্বরাষ্টমন্ত্রী, পুলিশ সুপার, আইজিপি মহোদয়, র্যাব, জেলা প্রশাসন, ডি আই জি মহোদয় সহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ পূর্বক আপনাদের সাংবাদিকদের বলতে চাই আপনারা এই ঘটনার সত্যতা যাচাই করে সংবাদ পরিবেশন করে জাতির কাছে তুলে ধরবেন এবং আমি আমার পরিবার ও এলাকাবাসীদের এইসব সন্ত্রাসী মাদক কারবারিদের হাত থেকে রেহাই পেতে দ্রুত গ্রেফতারের দাবী জানাচ্ছি এবং সহযোগিতা কামনা করছি।