সীতাকুণ্ডে প্রশাসনের সাতার প্রশিক্ষণ উদ্বোধন

সীতাকুণ্ড সাতার প্রশিক্ষণে অংশ নেওয়া ক্ষুদে শিক্ষার্থীরা।

সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ চত্বর পুকুর প্রাঙ্গনে সীতাকুণ্ড উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেছে উপজেলা নির্বাহী অফিসার কে. এম. রফিকুল ইসলাম।
সীতাকু্ণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: নূরুল আলম দুলালের নেতৃত্বে একটি অগ্নিযোদ্ধা টিম সাতার প্রশিক্ষণ পরিচালনা করেন।
উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, অত্র উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ বিভিন্ন স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ, ইলেক্ট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং কোমলমতি শিক্ষার্থীবৃন্দ।
মানসম্পন্ন খেলোয়াড় তৈরির অংশ হিসেবে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের কোমলমতি শিক্ষার্থীদের জন্য সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। এই সাঁতার প্রশিক্ষণের ফলে অদূর ভবিষ্যতে এ উপজেলা থেকে ভালো মানের ক্রীড়াবিদ জাতীয় দলে অংশগ্রহণ করে বাংলাদেশকে বিশ্বের দরবারে সম্মানীত করবে মর্মে আশা করছি।

শেয়ার করুন