সীতাকুণ্ডে আইআইইউসি শিক্ষার্থীরা বন্ধ করে দিয়েছে ঢাকা-চট্টগ্রাম রেলপথ

কুমিরা এলাকায় আইআইইউসির শিক্ষার্থীরা সকাল ১১ টা ২০ মিনিটে ট্রেন চলাচল বন্ধ করে দেয়।

চট্টগ্রামের রেলপথ অবরোধ করে কোটাবিরোধী আন্দোলনে নেমেছে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) শিক্ষার্থীরা। এতে সকাল ১১ টা ২০ মিনিট থেকে সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে ।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল থেকে কুমিরা রেলওয়ে স্টেশনে আন্দোলন শুরু করে তারা। এতে শত শত শিক্ষার্থী অংশ নিতে দেখা যায়। সেখানে তারা কোটাবিরোধী নানা স্লোগান দিতে থাকে।

সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন মাষ্টার নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ১১ টা ২০ মিনিট থেকে কোন ধরনের ট্রেন চলতে দেওয়া হয় নি। এই রিপোর্ট লেখা পর্যন্ত কুমিরা এলাকায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে।

সীতাকুণ্ডের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়েছেন। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে ফেলার চেষ্টা করছে।

 

শেয়ার করুন