এ দেশে মানবাধিকার প্রতিষ্ঠার অন্যতম শীর্ষ প্রবক্তা, বিশিষ্ট আইনবিদ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জাতীয় পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সিগমা হুদা আজ ১৭ জুলাই ২০২৪ বুধবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হসপিটালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর ইন্তেকালে সংস্থার রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখা ও রাঙ্গুনিয়া পৌরসভা শাখা কর্তৃপক্ষ গভীরভাবে শোকাহত। উভয় শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মানবাধিকার গবেষক মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার বলেন, তাঁর ইন্তেকালে সংস্থা নিবেদিতপ্রাণ অভিভাবক হারালো। দেশের নানাভাবে অধিকারহারা অসহায় মানুষ আইনী পন্থায় অধিকার প্রতিষ্ঠার একজন অকৃত্রিম আইনযোদ্ধা হারালো। তাঁর শূন্যতা সহজে পূরণীয় নয়।
তিনি আগামীকাল থেকে ৩ দিন সংস্থার উপজেলা ও পৌরসভা উভয় শাখার কার্যালয়ে সংস্থার পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দেন।
মরহুমার দাফন ও আনুষঙ্গিক সংবাদ পারিবারিক সূত্রে জানানো হবে। কেন্দ্রীয় কর্মসূচি সদর দফতর