সীতাকুণ্ডে জেলেদের ক্ষয়ক্ষতি কমাতে সাগরে মাছ ধরার মোট জায়গা পরিমাপ জরুরি

হাকিম মোল্লা, সীতাকুণ্ড (চট্টগ্রাম) : দীর্ঘদিন ধরে বঙ্গোপসাগর চ্যানেলের সীতাকু-ের  কোন কোন অংশে মোট কতটুকু জায়গায় জেলেদের মাছ ধরার জন্য অনুমোদন রয়েছে তা দ্রুত চিহ্নিত করে প্রকাশ করা জরুরি প্রয়োজন। এতে জেলেদের ইলিশ মাছ ধরার মৌসুমে যে সকল প্রতিবন্ধকতা, ক্ষয়ক্ষতি ও হয়রানির সম্মুখিন হতে হচ্ছে তার অবসান হবে।
সোমবার (২৯ জুলাই) উপজেলা প্রশাসন ও সীতাকুণ্ড উপজেলা মৎস দপ্তর আয়োজিত জাতীয় মৎস সপ্তাহ-২০২৪  (৩০ জুলাই- ৫ আগস্ট) উদযাপন উপলক্ষে মৎস সম্পদের সুরক্ষা  ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অদিপ্তর কর্তিৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মত বিনিময় সভায়  বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সীতাকু- উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফুল আলম চৌধুরী রাজু।
উপজেলা মৎস্য কর্মকর্তা  মোঃ কামাল উদ্দিন  চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ তাহমিনা আরজু, মুরাদপুর ইউপি চেয়ারম্যান এস.এম রেজাউল করিম, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম. সেকান্দর হোসাইন।  এছাড়াও বিভিন্ন এনজিও, জেলে, মৎস্য আড়ৎদার, মৎস্য চাষি ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন