সীতাকুণ্ডে মন্দির পাহারায় বিএনপি নেতাকর্মীরা

সীতাকুণ্ডের শ্রী শ্রী ভোলানন্দগিরি শেবাশ্রম মন্দির পাহারায় বিএনপি নেতাকর্মি।

হাকিম মোল্লা, সীতাকুণ্ড (চট্টগ্রাম) : সীতাকুণ্ডের মন্দিরগুলোতে আতঙ্কে দিন কাটছে অধ্যক্ষ ও মন্দির সেবা প্রদানকারী পুরোহিতদের। সে আতঙ্ক দূর করতে সংখ্যালঘুদের মন্দিরগুলোয় পাহারা দিচ্ছেন বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল থেকে সীতাকুণ্ড পৌরসদর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আলমগীর ইমরানের নেতৃত্বে সীতাকুণ্ডের শ্রী শ্রী ভোলানন্দগিরি শেবাশ্রম মন্দির ও সংখ্যালঘুদের বাড়িঘর বিএনপি নেতাকর্মীদের পাহারা দিতে দেখা গেছে। এসময় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ শ্রীমৎ স্বামী উমেশানন্দ গিরি, শনি মন্দিরের সেবা প্রদানকারী সমীর শর্মা, অঞ্জয় আশ্চার্য্য, সাধন দাশ, গোকুল বনিক, কান্তি বনিক, নারায়ন আচার্য, প্রভাষক অজিৎ দে।
অন্যদিকে সীতাকুণ্ড থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজিম হোসেন নয়ন, আব্দুল্লাহ আল ইমরান, ইকরাম হোসেন রানার নেতৃত্বে পৌরসতর এলাকায় রাস্তাঘাট পরিষ্কার ও সংখ্যালঘুদের মন্দির ও বাড়িঘর পাহারা দিতে দেখা গেছে।

শেয়ার করুন