পাড়ায় মহল্লায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সীতাকুণ্ড বিএনপির নেতাকর্মিরা

১১ আগষ্ট রবিবার সীতাকুণ্ড প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে বিএনপি নেতৃবৃন্দের এক অনির্ধারিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির প্রভাবশালী সদস্য জহুরুল আলম জহুর, সীতাকুণ্ড উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ডাক্তার কমল কদর, পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুজাহির উদ্দিন আশরাফ, পৌর যুব দলের সদস্য সচিব জিয়াউদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি ইকবাল বাহার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল নেতা বাহার উদ্দিন নিরব, পৌরসভা ছাত্রদলের আহবায়ক ইসমাইল হোসেন সিরাজী। সদস্য সচিব কামরুল ইসলাম বাবলু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপি নেতা সুনন্দ ভট্টাচার্য সাগর, যুবদল নেতা তাইমুল ইসলাম সৈকত, মোহাম্মদ আলী, জয়নাল আবেদীন দুলাল, সাদ্দাম হোসেন, ফারুক, আনিসুল ইসলাম তুহিন প্রমুখ নেতৃবৃন্দ। সভায় নেতৃবৃন্দ বলেন, বিএনপি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী, দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং হিন্দু সম্প্রদায় সহ সকল নাগরিকের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দীর্ঘ নয় বছর যাবত কারাবন্দি বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জননেতা  আসলাম চৌধুরী এফসিএ মহোদয়ের নির্দেশে, বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা পাড়ায় মহল্লায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নেতৃবৃন্দ বর্তমান পরিস্থিতি উত্তরণের জন্য সাংবাদিক ভাইদের মাধ্যমে দলমত নির্বিশেষে সকলকে একসাথে কাজ করার জন্য আহবান জানান।

শেয়ার করুন