সীতাকুণ্ডে যুব দলের অবস্থান কর্মসূচি পালন

সীতাকুণ্ড যুব দলের সদস্য সচিব জিয়া উদ্দিন জিয়ার নেতৃত্বে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে মতো সীতাকুণ্ডে বৃহস্পতিবার বিকেলে ‘সর্বাত্মক অবস্থান’ কর্মসূচি পালন করেছে সীতাকুণ্ড উপজেলা যুব দল।
সীতাকুণ্ড যুব দলের সদস্য সচিব জিয়া উদ্দিন জিয়ার নেতৃত্বে উপস্থিত ছিলেন, পৌরসভা বিএনপির সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও সাবেক পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরেন্দ্র ভট্টাচার্য সাগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইকবাল বাহার, সদস্য সচিব সীতাকুণ্ড পৌরসভা ছাত্রদলের কামরুল ইসলাম বাবলু, যুবদল নেতা কামরুল হোসেন, রকি,আবদুস সালাম, ফিরোজ উদ্দিন, জাহেদ ও ছাত্রদল নেতা বাহার উদ্দিনসহ নেতৃবৃন্দ।
এদিকে বৃহস্পতিবার সীতাকুণ্ডে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকা দখলে নিয়ে রাখে যুবদলের নেতৃবৃন্দ।

শেয়ার করুন