হাকিম মোল্লা, সীতাকুণ্ড : বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপটি আরোও শক্তিশালী হওয়ার সঙ্গে টানা বৃষ্টি হচ্ছে সীতাকুণ্ডে । এতে রোপা আমনের বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। প্রচ- হতাশায় কৃষকদের মাথায় হাত।
গেলো মে-জুলাইয়ের কয়েক দফায় বৃষ্টিতে ইরি-বোরো মৌসুমে ব্যাপক ক্ষতি হওয়ার পর এবার আগাম রোপা
আমন ধানের বীজতলা তৈরি করে বীজ বপন করেন কৃষকরা। কিন্তু টানা বৃষ্টিতে সে সব বীজতলা পানিতে তলিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। কোন কোন কৃষক একাধিকবার আমন বীজ বপন করলেও তা নষ্ট হয়ে
গেছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানিয়েছে চলতি মৌসুমে প্রায় ৫ হাজার ৯০০ হেক্টর জমিতে আমনের চাষ হর কথা। যার কারণে কৃষকরা আনুমানিক ১২০ হেক্টর জমিতে আমনের বীজতলা তৈরি করে। কিন্তু টানা বৃষ্টিতে আমনের বীজতলা ডুবে যাওয়ায় অধিকাংশ
বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। যার কারণে আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না।
উপজেলার সৈযদপুর, মুরাদপুর ও বারৈয়াঢালা, ভাটিয়ারী, বাশঁবাড়িয়া, বাড়বকু-, কুমিরা, সোনাইছড়ি ইউনিয়ন এলাাকায় দেখা যায়, টানা বৃষ্টিতে বেশিরভাগ ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। বেশিরভাগ চারা পচে নষ্ট হয়ে গেছে। নতুন করে বীজতলা তৈরির সময় না থাকায় জমি অনাবাদি থাকার শঙ্কা
তৈরি হয়েছে। ভাটিয়ারী ইউনিয়নের শাহ আলম বলেন, তিনবার বীজতলা করার চেষ্টা করেছি,কিন্তু বর্ষার পানিতে ডুবে গেছে। আমাদেও ফসলি জমি মনে হয় এবার অনাবাদিক রাখতে হবে।
ভাটিয়ারী ইউনিয়নের পাহাড়ের পাদদেশে বেশিরভাগ কৃষি জমিগুলো রয়েছে। পাহাড়ি ঢল অনেক সময় খাল বা ছড়া দিয়ে ঠিক মতো প্রবাহিত হতে না পারায় ঢলের পানি উপচে পড়ে বীজতলা নষ্ট হয়ে যায়।
অপরদিকে সৈয়দপুর ইউনিয়নের এলাকার দুটি সুইস গেইট পলি জমে অকেজো হয়ে রয়েছে। যার কারণে পানি প্রবাহ সঠিকভাবে নিষ্কাশন হতে না পেওে এলাকার চাষের জমিতে জলাবদ্ধতা হয়ে যায়। এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়। তিনি বলেন, ভুক্তভোগীরা বলেন, স্লুইসগেট যতদিন ঠিক হবে না ততদিন এলাকার কৃষকরা ক্ষতিগ্রস্থ হবে। মুরাদপুর ইউনিয়নের কৃষক আলী ১০ বিঘা জমিতে চারা
লাগানোর জন্য বীজতলার বীজ বপন করেছিলাম। অঙ্কুর থেকে চারা গজাতেই টানা বৃষ্টিতে সেসব চারা পানিতে ডুবে নষ্ট হয়ে যায়। পানি না কমলে নতুন কওে বীজতলা তৈরি করা সম্ভব না । উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হাবিবুল্লাহ বলেন, চলতি আমন মৌসুমে উপজেলায় প্রায় ৫ হাজার ৯০০ হেক্টর জমিতে চাষ করার জন্য প্রায় ১২০ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়। কিন্তু টানা বৃষ্টির কারণে বীজতলাগুলো ডুবে যাওয়ায় আমনের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। কোন বীজ তলা নিশ্চিহ্ন হয়ে গেছে। । যার কারণে অনেক আমন চাষের জমি অনাবাদি থাকার সম্ভাবনা রয়েছে।