চট্টগ্রাম প্রেস ক্লাবে চত্বরে সিএনজি চালিত অটোরিক্সা চালকদের মানববন্ধন

চট্টগ্রাম প্রেস ক্লাবে চত্বরে সিএনজি চালিত অটোরিক্সা চালকদের মানববন্ধন – আব্দুল হান্নান

সিএনজি মালিকরা সিএনজি চালকদের কাছ থেকে প্রতিদিন অধিক হারে সিএনজি ভাড়া আদায় করে আসছে। এ নিয়ে তারা চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে ১৯ আগষ্ট দুপুরে সিএনজি না চালিয়ে মানববন্ধন করে।

তাদের দাবি. সিএনজি মালিকরা যেনো তাদের কাছ থেকে প্রতিদিন সিএনজি ভাড়া ৫০০ অথবা ৬০০ টাকা নেয় এবং এ নিয়ে নতুন সরকারের কাছে মানবন্ধনে তারা আবেদন জানায়।

এসময় প্রেস ক্লাব জুড়ে শতশত সিএনজি চালকরা উক্ত মানবন্ধনে অংশ নেয়।

শেয়ার করুন