সীতাকুণ্ড শিপ ইয়ার্ডের লাল বোট নিয়ে ছুটে যাচ্ছেন বানভাসীদের উদ্ধারের জন্য

সীতাকুণ্ড থেকে ইঞ্জিন চালিত বোট, শুকনো খাবার নিয়ে ফেনিতে ছুটে যাচ্ছেন বিভিন্ন রাজনীতিক ও সামাজিক সংগঠন।
বৃহস্পতিবার সকাল থেকে সীতাকু-ের বিভিন্ন শিপ ইয়ার্ডের লাল বোর্ডগুলো ট্রাকে তুলে নিয়ে ছুটে যাচ্ছেন তারা।
সংগঠন স্বপ্ন ও আগামীর পক্ষ থেকে যারা উদ্ধার কাজে যাচ্ছেন তাদের জন্য লাইফ জ্যাকেটের ব্যবস্থা করতে দেখা গেছে। পাশাপাশি তারা শুকনো খাবারের ব্যবস্থা করেছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার নির্দেশনায় বন্যা কবলিত মানুষকে উদ্ধারের জন্য সীতাকু- উপজেলা জামায়াতের দুটি বোট ও ২৪ টি লাইফ জ্যাকেট নিয়ে ফেনীর উদ্দেশ্যে রওনা দেয়।
মোস্তফা হাকিম ফাউন্ডেশন ও হোসনেয়ারা মঞ্জুর ট্রাস্ট এর পক্ষ থেকে ছটি ইঞ্জিত চালিত বড় বোট পাঠানো হয়েছে।
মহসিন ফাতেমা সিদ্দিক যুব কল্যাণ ফাউন্ডেশন (এমএফজেএফ) এর পক্ষ থেকে শুকনো খাবার নিয়ে ছুটে গিয়েছে ।
এদিকে বৃহস্পতিবার থেকে কুমিরা সন্দ্বীপ চ্যানেলে ভাড়া পুনঃ নির্ধারন করা হয়েছে। সীতাকু- উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম এ ঘোষণা দেন। তিনি স্পীডবোট ২৫০ টাকা, মালের বোড ও সার্ভিস ১২০, জাহাজ ১২০ টাকা নির্ধারন করে দেন। এছাড়াও দুর্যোগকালীন সময়ে যে কোন প্রকার চিকিৎসা সেবার জন্য, উদ্ধারের জন্য টিম জরুরি টিম গঠন করে দেন।

শেয়ার করুন