৩৭৯ পদের খাবারে জামাই আপ্যায়ন

৩৭৯ পদের খাবারে জামাই আপ্যায়ন

ভারতীয় উপমহাদেশে অধিকাংশ পরিবারেই জামাইদের বিশেষ কদর রয়েছে। এমনকি এক শ্রেণির পরিবারে জামাইষষ্ঠীও ঘটা করে পালিত হয়। বেশিরভাগ পরিবারে সাধের জামাইকে মনমতো হরেক পদের খাবার রেঁধে খাওয়ান শ্বশুর-শাশুড়িরা। মাছ, মাংস, ফল, মিষ্টি দিয়ে একেবারে পাত ভরিয়ে দেন। তবে অন্ধ্রপ্রদেশে জামাই আপ্যায়নে এক শাশুড়ি যে এলাহি আয়োজন করলেন, তা এরই মধ্যে আলোচনার ঝড় তুলেছে।

ঘটনাটি ভারতের ওই রাজ্যের গোদাবরী নরসাপুরমের। গত জানুয়ারিতে ওই আয়োজন হলেও সম্প্রতি তা ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে।

ওই গ্রামের মেয়ে কুসুমা রাওকে বিয়ে করার পর প্রথম মকর সংক্রান্তিতে শ্বশুরবাড়িতে যান কুস ধর। সেখানে তাকে দুপুরের খাবারে ৩৭৯ পদ দিয়ে আপ্যায়ন করেন শাশুড়ি। ৪০ ভিন্ন স্বাদের ভাত, ৪০ ধরনের ভাজি, প্রায় ১০০ ধরনের মিষ্টি, ৭০ পদের গরম খাবার, ফলের রস, পানীয়সহ আরও অনেক কিছু ছিল। এর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন, খাবার অপচয়ের আয়োজন। কেউ কেউ বলেন, সৌভাগ্যবান জামাই। সূত্র: নিউজএইটিন

শেয়ার করুন