সীতাকুণ্ড প্রেস ক্লাবের প্রতিবাদ সভা

প্রতিবাদ সভায় বক্তব্য রাখছেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী

গণমাধ্যমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে সীতাকু- প্রেস ক্লাব।
বৃহস্পতিবার বিকেল ৪টায় প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক,প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা এই প্রতিবাদ সভায় অংশ নেয়। এতে সভাপতিত্ব করেন সীতাকু- প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি এম হেদায়েত, এম সেকান্দর হোসাইন সহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রতিনিয়ত সাংবাদিকদের ওপর হামলা ও নির্মম নির্যাতনের ঘটনা ঘটছে। এসময় বক্তারা আরো বলেন, মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসিতে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে যা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণ্য কাজ। লাঠিসোটা দিয়ে দুর্বৃত্তরা হামলা চালায় আর সেখানে টেবিল, কম্পিউটার, এসিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী ভাঙচুর করে। পরে মিডিয়া প্রাঙ্গণে রাখা ২০থেকে ২৫টি গাড়িও ভাঙচুর করে এই দুর্বৃত্তরা। এই ঘটনায় কেউ হতাহত না হলে ও সাংবাদিকদের মধ্যে আজ আতংক বিরাজ করছে। এসময় বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং দ্রুত সময়ে দুর্বৃত্তদের বিদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

শেয়ার করুন