ক্রীড়া সাংবাদিক ও ছাত্র প্রতিনিধি ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে থাকবেন

দেশের সব বিভাগ, জেলা ও উপজেলা এবং মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠনের ব্যাপারে নির্দেশনা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। মঙ্গলবার (২৭ আগস্ট) এনএসসির সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিভাগ, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থায় ৭ সদস্যের কমিটি করার নির্দেশনা দেওয়া হয়েছে। কমিটিতে কারা থাকবেন তারও একটা গাইডলাইন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

গত ২১ আগস্ট এক প্রজ্ঞাপনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের সব বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার বিদ্যমান কমিটি ভেঙ্গে দিয়ে অ্যাডহক কমিটি গঠনের ঘোষণা দিয়েছিল এনএসসি।

আরও পড়ুন:

এনএসসির বিজ্ঞপ্তিতে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশনা দিয়ে বলা হয়েছে, পদাধিকার বলে বিভাগীয় কমিশনার বিভাগীয় ক্রীড়া সংস্থার আহবায়ক, সদস্য সচিব যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক হবেন জেলা প্রশাসক, সদস্য সচিব জেলা ক্রীড়া কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক হবে উপজেলা নির্বাহী অফিসার, সদস্য সচিব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা।

কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিবের বাইরে পাঁচ সদস্যের মধ্যে দুইজন হবেন সরাসরি ক্রীড়াসম্পৃক্ত ব্যক্তি। যেমন- খেলোয়াড়, কোচ, রেফারি। এছাড়া স্থানীয় প্রেক্ষাপটে সর্বজন গ্রহণযোগ্য ক্রীড়ানুরাগী কিংবা ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি থেকে হবেন একজন সদস্য। এদের সঙ্গে ক্রীড়াসম্পৃক্ত সংগঠক বা ছাত্র প্রতিনিধি থাকবেন একজন। কমিটির অন্য সদস্য হবেন একজন ক্রীড়া সাংবাদিক।

অ্যাডহক কমিটি গঠন করার পর তা অনুমোদনের জন্য এনএসসিতে প্রেরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন