হাকিম মোল্লা : একেবারে কোন প্রকার খাদ্য সামগ্রী যায়নি এমন গ্রাম গুলোর ভিতরে বন্যার্তদের দোরগোড়ায় ভালোবাসার খাদ্য উপহার নিয়ে যাচ্ছেন ইপসা পরিবারের উদ্যোমী কর্মিরা।
মঙ্গলবার থেকে দুইদিন ব্যাপী ফেনীর ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলায় ডব্লিউ এফ পি এবং ইউনিলিভার এর পক্ষ থেকে এ খাদ্য উপহার পৌঁছে দেওয়া হচ্ছে। তৃতীয় দিন পর্যন্ত ত্রাণ বিতরণ চলবে।
কর্মসূচির দুই সমন্বয়ক ইপসা গ্রাম আদালত প্রকল্পের কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন ও ফরহাদ হোসেন জানান, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেসকল এলাকায় একেবারে কোন প্রকার খাদ্যা সামগ্রী যায় নি প্রয়োজনে গ্রামের ভিতরে বাড়ি বাড়ি গিয়ে এমন কি যারা চক্ষু লজ্জা আত্মসম্মানের কারণে গাড়ির কাছে এসে খাদ্য নিতে পারেননি তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার।
উল্লেখ্য, ফেনী ও কুমিল্লায় বন্যার্তদেও জন্য বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং ইপসা এর মধ্যে মাঠ পর্যায়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যাতে প্রাথমিকভাবে বন্যায় ক্ষতিগ্রস্থ ১০ হাজার পরিবার খাদ্য ও পুষ্টি সহায়তা পাবে বলে উল্লেখ করা হয়।