গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর প্রধান উপদেষ্টার কার্যালয় এর আওতাধীন এনজিও বিষয়ক ব্যুরো দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলায় “ইন এইড টু সিভিল পাওয়ার” এর আওতায় প্রশাসনকে সহযোগিতার জন্য চট্টগ্রাম, সিলেট এবং কুমিল্লা অঞ্চলের বন্যা পরিস্থিতি মোকাবেলায় আঞ্চলিক সমন্বয়কেন্দ্রে ব্র্যাক, ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) এবং ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) এর সংস্থা প্রধানকে এনজিও প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়েছে।
কুমিল্লা অঞ্চলে ব্র্যাক এর নির্বাহী পরিচালক জনাব আসিফ সালেহ, চট্টগ্রাম অঞ্চলে ইয়াং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)’র প্রধান নির্বাহী জনাব মোঃ আরিফুর রহমান এবং সিলেট অঞ্চলে ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)’র নির্বাহী পরিচালক জনাব বজলে মোস্তাফা রাজী দায়িত্ব পালন করবেন।
বন্যা পরিস্থিতি মোকাবেলায় ‘ইন এইড টু সিভিল পাওয়ারে’ মাঠে থাকবেন তারা।
২৮ আগস্ট (বুধবার) ২০২৪ থেকে বন্যা পরিস্থিতি মোকাবেলায় ইন এইড টু সিভিল পাওয়ার” এর আওতায় অসামরিক প্রশাসনকে সহযোগিতার জন্য চট্টগ্রাম, সিলেট এবং কুমিল্লা অঞ্চলের সমন্বয়কেন্দ্রে সমন্বয় করার জন্য মনোনয়ন প্রদান করা হয়।
সশস্ত্র বাহিনী বিভাগ, ঢাকা সেনানিবাস হতে ২৫/- ২০২৪ তারিখের ০৬,০০,০০০ ১০০০০ ১০০০০ ২৮/০৮ এর স্মারকের আলোকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারেরএনজিও বিষয়ক ব্যুরো প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পত্র প্রদান করা হয়েছে।
সশস্ত্র বাহিনী বিভাগ থেকে প্রেরিত পত্রে বলা হয় দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় “ইন এইড টু সিভিল পাওয়ার” এর আওতায় অসামরিক প্রশাসনকে সহযোগিতার জন্য চট্টগ্রাম, সিলেট এবং কুমিল্লা অঞ্চলের সমন্বয়কেন্দ্রে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) এর প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমান, ব্র্যাক এর নির্বাহী পরিচালক আসিফ সালেহ,ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) এর নির্বাহী পরিচালক ফজলে মোস্তফা রাজীকে নির্দেশক্রমে মনোনয়ন প্রদান করা হলো।
সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার
অপারেশন ও পরিকল্পনা পরিদপ্তরকে সিসিতে রাখা
উপপরিচালক (প্রশাসন) উপসচিব মো. মনির হোসেন স্বাক্ষরিত ঐ পত্রটি মুখ্য সমন্বয়ক (এসডিজি) ও সিনিয়র সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, রমনা, ঢাকা ও বিভাগীয় কমিশনার (চট্টগ্রাম কুমিল্লা / সিলেট)।জেলা প্রশাসক, চট্টগ্রাম/কুমিল্লা/সিলেটকে সংযুক্ত করা হয়।