সীতাকুণ্ড পৌরসভায় অবৈধ ভাবে নির্বাচিত হওয়া বর্তমান কাউন্সিলরদের অপসারণের দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছে।
সোমবার ( ০১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় পৌরসভা প্রাঙ্গনে এলাকাবাসীকে সাথে নিয়ে পৌর বিএনপির সভাপতি মাসুদা বেগমের সভাপতিত্বে ও সেক্রেটারি ফজিলাতুন্নেছা হোসনার পরিচালনায় মানব বন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শতাধিক মহিলা অংশগ্রহণ করেন। তারা বলেন, বর্তমানে অবৈধ ভাবে নির্বাচিত পৌরসভার সকল কাউন্সিলরদের অপসারণের দাবী জানান।
এতে আরো উপস্থিত ছিলেন, মাহফুজা মাওলা লাকী,আনোয়ারা বেগম, নিলু আখতার,মনজুরা খাতুন।