বিশেষ সংবাদদাতা : অন্যদিকে স্মরণীয় মুহুর্তের কথা আজ বলতেই হবে। সার্কের ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলন ঢাকায় অনুস্ঠিত হয় ২০০৫ সালের নভেম্বরে।
সার্কের ২ দিনব্যাপী সম্মেলন ঢাকায় সুসম্পন্ন হওয়ায় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ, ভারত,পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, ভুটান ও শ্রীলংকা এই সাতটি দেশকে নিয়ে সার্ক গঠন করা হলো। ২ দিনব্যাপী সার্ক শীর্ষ সম্মেলনে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সার্কের চেয়ারপারসন নির্বাচিত হন।সার্কের নবনির্বাচিত চেয়ারপারসন ও তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সার্কভুক্ত দেশগুলোর রাস্ট্র ও সরকার প্রধানগন ১৩ নভেম্বর রবিবার অপরাহ্নে বঙ্গভবনে তৎকালীন রাস্ট্রপতি প্রফেসর ড.ইয়াজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাত করেন।
উল্লেখ্য যে,২০০৫ সালের সার্ক শীর্ষ সম্মেলন ঢাকায় সুসম্পন্ন হওয়ায় এবং তৎকালীন সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সার্কের চেয়ারপারসন নির্বাচিত হওয়ায় বিভিন্ন সংগঠন আন্তরিক অভিনন্দন জানান একই সঙ্গে তৎকালীন পররাস্ট্রমন্ত্রী এম,মোর্শেদ খান কেও অভিনন্দন জানানো হয়।