বাংলাদেশের বিপক্ষে নতুনদের বাজিয়ে দেখতে চায় ভারত

copy sharing button

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে ফেলেছে ভারত। সিরিজের শেষ ম্যাচে তাই স্কোয়াডে থাকা বাকি ক্রিকেটারদের বাজিয়ে দেখতে সূর্যকুমার যাদবের দল। একাদশে পরিবর্তন আনার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট।

বাংলাদেশের বিপক্ষে হায়দরাবাদে অভিষেক হতে পারে তরুণ পেসার হার্শিত রানার। সবশেষ আইপিএলে ১৩ ম্যাচে ১৯ উইকেট নিয়ে আলোচনায় আসেন এই তরুণ। এরপর দুলিপ ট্রফিতেও চমক দেখিয়েছেন। ২ ম্যাচে শিকার করেছেন ৮ উইকেট। ২০ বছর বয়সী এই তরুণকে তাই শেষ ম্যাচে একটা সুযোগ দেওয়ার ইঙ্গিত মিলছে। সুযোগ পেতে পারেন জিতেশ শর্মা ও রবী বিষ্ণয়রা।

যা নিয়ে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে টেন ডেসকাট বলেন, ‘অবশ্যই আমাদের স্কোয়াডে গভীরতা অনেক। বেশ কয়েকজনের আইপিএল অভিজ্ঞতা প্রচুর। আমাদের চাওয়া, যত বেশি সম্ভব ক্রিকেটারকে আন্তর্জাতিক আঙিনায় মেলে ধরতে পারি। হার্শিত রানা এমন একজন, যাকে সুযোগ দিতে আমরা খুবই আগ্রহী।’

শেয়ার করুন