আরোঅন্যরকম খবরআন্তর্জাতিকটপ স্টোরিটপ-ফিচারদেশজুড়ে দক্ষিণ লেবাননে বাসিন্দাদের আবারও সরে যাওয়ার নির্দেশ ইসরাইলের - নিজস্ব প্রতিবেদক | আপডেটঃ অক্টোবর ১৩, ২০২৪ Share on Facebook Tweet on Twitter tweet ইসরাইলের আক্রমণ শুরুর পর মৃত্যুপুরিতে পরিণত হয়েছে দক্ষিণ লেবানন। দফায় দফায় বিমান হামলা চালিয়েও সেখানে সামরিক অভিযান থামাচ্ছে না ইসরাইল। দেশটির দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের আবারও সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটি।