ইপসা কার্যক্রম পরিদর্শনে বিএনএফ’র চেয়ারম্যান

বিএনএফ -এর চেয়ারম্যান মোঃ রেজাউল আহসান।

হাকিম মোল্লা, সীতাকুণ্ড (চট্টগ্রাম) : ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)’র বিভিন্ন কর্মসূচি পরিদর্শন করেছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)র চেয়ারম্যান মোঃ রেজাউল আহসান।
জনাব মোঃ রেজাউল আহসান শনিবার ও রবিবার ১২ ও ১৩ অক্টোবর সীতাকুণ্ডে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের মাঝে বন্যা-পরবর্তী পুনর্বাসনের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে গৃহীত ইপসা বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচি পরিদর্শন করেন।
ইপসা অর্থনৈতিক উন্নয়ন বিভাগের পরিচালক মোঃ মনজুর মোরশেদ চৌধুরী বলেন, বিএনএফ এর গৃহীত কর্মসূচির আওতায় এ পর্যন্ত ৮ কোটি ২৫ লক্ষ টাকা সফট লোন হিসেবে আর্থিক সেবা দিতে সক্ষম হয় ইপসা। মাত্র ২ % চার্জে সফট লোন গুলো দেওয়া হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)র চেয়ারম্যান শনিবার ইপসা এইচআরডিসি ক্যাম্পাসে এ বিষয়ে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

শেয়ার করুন