মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারের দাবিতে সাবেক ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

  ষড়যন্ত্রমূলক মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মো: সাইফুল ইসলাম সাইফ।                                 ছবি – দৈনিক নয়াবাংলা

  ষড়যন্ত্রমূলক মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারের দাবিতে সাবেক ছাত্রদল নেতা সংবাদ সম্মেলন করেছে  ২১ অক্টোবর ২০২৪ বিকেল ৪ টায় নগরীর চট্টগ্রাম একাডেমিতে। 

তিনি  লিখিত বক্তব্যে বলেন আমি মো: সাইফুল ইসলাম সাইফ, সাবেক মহানগর ছাত্রদল নেতা। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি করার কারণে তৎকালীন আওয়ামী সরকারের আমলে অনেক মিথ্যা মামলা ও হামলার শিকার হয়েছি, তবুও রাজপথে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে লড়াই করে গেছি। ১৬ ই জুন ২০২১সালে আমাকে তৎকালীন আওয়ামীগ সরকারের দোসর বায়েজিদ বোস্তামী থানার সাবেক ওসি কামরুজ্জামান সহ আরও বেশ কিছু স্বৈরাচার পুলিশ সদস্য আমার কাছ থেকে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করলে আমি তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় আমাকে অক্সিজেনস্থ হোটেল জামান থেকে তুলে নিয়ে মিথ্যা নাটক সাঁজিয়ে হত্যার উদ্দেশ্যে পায়ে গুলি করে এবং পরবর্তীতে জীবন বাঁচাতে বাধ্য হয়ে পা কেটে আমাকে চিরতরে পঙ্গুত্ব বরণ করতে হয়। এছাড়াও আওয়ামীগ সরকারের দোসররা আমার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে আমি ও আমার পরিবারের অন্য সদস্যদের নানানভাবে হয়রানি করেছে। এতকিছুর পরেও আমি হাল ছাড়িনি, দলের জন্য নিরলস কাজ করে গেছি। এতে রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে এবং আমার রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করার জন্য একটি চক্র ষড়যন্ত্রমূলক ভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রতি বায়েজিদ থানাধীন আমিন কলোনী এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সে ঘটনায় আমি কিংবা ছাত্রদলের কেউ সম্পৃক্ত ছিল না, সংঘর্ষে ইমন নামের এক যুবক নিহতের ঘটনা ঘটে, যা খুবই দু:খজনক ও মর্মান্তিক। এ ঘটনায় নিহতের মা বাদি হয়ে থানায় হত্যা মামলা করতে গেলে একটি চক্র তাকে দিয়ে মামলায় আমি, আমার ভাই ও আমার কর্মিদের নাম যুক্ত করার অপচেষ্টা চালায়। তবে তা সফল হতে পারেনি। প্রশাসনের সু দৃষ্টি থাকায় শুধুমাত্র ঘটনায় জড়িতদের আসামি করা হয়েছে। তবে অত্যন্ত দূ:খের বিষয় সেদিনই প্রশাসনের একটি গাড়ি ভাংচুর করে ঘটনায় জড়িত দুর্বৃত্তরা। কিন্তু ঐ দুস্কৃতিকারী চক্রের মাধ্যমে পুলিশের গাড়ি ভাংচুরের ঘটনায় মামলায় জড়িতদের সাথে আমি, আমার ভাই ও আমার কর্মীদের নাম যুক্ত করে দেয়া হয়েছে, যা কোন ভাবেই কাম্য নয়। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এ ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই, যদি সম্পৃক্ততার প্রমান দিতে পারে, তাহলে আমাকে যা শাস্তি দেয়া হবে তা মাথা পেতে নিব।

আপনাদের মিডিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসন, গোয়েন্দা সংস্থা, রাজনৈতিক নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি কামনা করছি। 

এসময় তার সাথে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা ও ছাত্রদলের নেতাকর্মীরা।

শেয়ার করুন