
নগরের পাহাড়তলী বাজারের দুইটি পাইকারি ডিম বিক্রেতা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৩ অক্টোবর) মেসার্স শাহজাহান স্টোরে যথাযথ ভাবে হালনাগাদকৃত মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করা এবং বেশি দামে ডিম বিক্রি করায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এরপর মেসার্স বিছমিল্লাহ ট্রেডার্সে মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করা, নিজেদের মধ্যে ডিম হস্তান্তর করে মূল্যবৃদ্ধি এবং বেশি দামে ডিম বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।