সীতাকুণ্ড সাব-রেজিষ্টার অপসারণের দাবীতে সংবাদ সম্মেলন

দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন
ক্রেটারী আলহাজ্ব সাইফুল্লাহ কামাল।

হাকিম মোল্লা,সীতাকুণ্ড (চট্টগ্রাম) : সীতাকুণ্ড উপজেলা সাব-রেজিষ্টারের অপসারণের দাবীতে দলিল লেখক সমিতি সংবাদ সম্মেলন করেছে।
শনিবার ( ২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সীতাকুণ্ড প্রেসক্লাবে সংবাদ সম্মলনে আয়োজন করা হয়। উপজেলা দলিল লেখক সমিতির সেক্রেটারী আলহাজ্ব সাইফুল্লাহ কামাল লিখিত বক্তব্যে বলেন, সীতাকুণ্ড উপজেলা সাব-রেজিষ্টার রায়হান হাবীব রেজিষ্ট্রি অফিসে যোগদানের পর থেকে জনগণের উপর বিভিন্ন অজুহাত তুলে ঘুষ বাণিজ্যের নীল নকশা তৈরী করেন।তিনি দলিল লেখকগণকে প্রত্যেকটি দলিল রেজিষ্ট্রির জন্য ২০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত ঘুষ দাবী করেন।
অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মোঃ রায়হান হাবীব তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, এটি মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন। উল্টো তিনি দলিল লেখক হারুনের বিরুদ্ধে অভিযোগ করেন।
দলিল লেখকদের সংবাদ সম্মেলনে উপস্হিত ছিলেন,সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ রফিক উদ্দিন আহমেদ, সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ারুল ইসলাম,
দলিল লেখক বেলাল আহমেদ,ফারুক হোসেন,সাখাওয়াত হোসেন সাহেদ,মোস্তাফিজুল হাকিম,জাহেদ হোসেন, দেলোয়ার হোসেন,মোঃ সুজন, নিপুন কুমার সেন প্রমূখ।

শেয়ার করুন