


হাকিম মোল্লা, সীতাকুণ্ড (চট্টগ্রাম): পৌরসদরের শিবপুর গ্রামবাসীর আয়োজনে হামিদ উল্লাহ হাট উচ্চ বিদ্যালয় মাঠে ২ নভেম্বর তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান মেহমান ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা ইয়াহ্ ইয়া তাকী (ঢাকা)।
মাহফিলে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড কামিল (এম.এ) মাদ্রাসার আরবী প্রভাষক হযরত মাওলানা মোহাম্মদ নুরুন্নবী, হাফেজ মাওলানা মাহবুবুল আলম।
অধ্যক্ষ মোহাম্মদ নুরুন্নবীর সভাপতিত্বে ও নুর মোস্তফা মিন্টুর সঞ্চালনায় মাহফিল উদ্বোধন করেন হাফেজ মাওলানা শাহ নেওয়াজ। কোরআন নিয়ে আলোচনা করেন হাফেজ মাওলানা জয়নাল আবেদীন, হাফেজ মাওলানা আশরাফ প্রমুখ।